ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


নজরদারির জন্য কেনা যন্ত্র ও এর ব্যবহার জানতে তদন্তে কমিটি


১৪ আগস্ট ২০২৫ ২০:১৫

সংগৃহীত

শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং এগুলোর ব্যবহার নিয়ে জানতে তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কীভাবে, এসব যন্ত্র কোথা থেকে, কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কীভাবে এর ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক , টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে কমিটির প্রধান করা হয়েছে।

 

একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের মারনাস্ত্র কেনা নিয়েও আরেকটি কমিটি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি আরও জানান, গত সরকারের অপশাসন ও পৈশাচিকতা পেরিয়ে জনকল্যাণমূলক কাজে মনোযোগী বর্তমান সরকার।

 

শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্থানীয় শ্রমিকদের সমান সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সম্মতির কথা জানান তিনি।