অবৈধ টাকার বিনিময়ে বড় গাড়ির প্রবেশ, নবীনগরে লাগামহীন যানজট

অবৈধ টাকার বিনিময়ে সময়সীমা অমান্য করে বড় বড় ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী গাড়ি দিনের বেলাতেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় ঢুকে পড়ছে। নিয়ম ভেঙে এসব যান প্রবেশ করায় প্রধান সড়কগুলোতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে লাগামহীন যানজট, স্থবির হয়ে পড়ছে জনজীবন। সকাল থেকে রাত পর্যন্ত সমবায় সুপার মার্কেট থেকে থানা গেট হয়ে ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে যেতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে অ্যাম্বুলেন্স ও রোগীর স্বজনরা। এতে জরুরি চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যস্ত সময়ে গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও হয়ে পড়ছে দুঃসাধ্য। পৌর এলাকার সরকারি কলেজ, সরকারি পাইলট স্কুল, গার্লস স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করাও প্রতিদিন ভোগান্তির সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সকালে ক্লাস শুরুর সময়, দুপুরে ছুটি এবং বিকেলের ব্যস্ত সময়ে যানজট চরমে পৌঁছে যায়।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা থেকে কয়েকজন কর্মী নিয়োগ দেওয়া হলেও তা কার্যকর ভূমিকা রাখছে না।
নিউ মার্কেটের মোবাইল ব্যবসায়ী আবুল বাসার মুন্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের বেলায় বড় গাড়ি প্রবেশের নিয়ম নেই, কিন্তু টাকা খাইয়ে তারা অবাধে ঢুকে পড়ে। এতে যানজট ভয়াবহ রূপ নিচ্ছে, অথচ যেন দেখার কেউ নেই।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার বলেন, যানজট কমাতে দুটি পদক্ষেপ জরুরি—নদীর পাড়ের রাস্তা মেরামত করে এক লেন চালু করা এবং রাস্তার পাশে থাকা দোকানগুলোর অবৈধ মালামাল সরানো। এই দুটি পদক্ষেপ নিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী জানান, কলেজ পাড়ার রাস্তার জটিলতা সমাধান করা হয়েছে এবং নদীর পাড়ের রাস্তা সংস্কারের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। এই দুটি রাস্তার কাজ শেষ হলে যানজট সমস্যার সমাধান অচিরেই হবে।
যানজট নিরসনে কার্যকর উদ্যোগের অভাবে সাধারণ মানুষকে প্রতিদিন যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা দ্রুত সমাধান না হলে নবীনগরের জনজীবন স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।