ঢাকা শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৪ঠা মাঘ ১৪৩২


চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতার পদ স্থগিত


১২ আগস্ট ২০২৫ ১০:১৩

সংগৃহীত

চাঁদাবাজি, দখলবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনকে দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে।

 

সোমবার (১১ আগস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহাব উদ্দিনের স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।