ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


বেনাপোল পুটখালী সীমান্তে ১টি পিস্তল ,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক


৯ আগস্ট ২০২৫ ২০:৫১

সংগৃহীত

বেনাপোল পুটখালী সীমান্তে ১টি বিদেশি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলাম(৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

 

(৮ আগস্ট শুক্রবার) রাত ৯ টার সময় খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে বিদেশি একটি পিস্তল,২ টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

 

আটক আসমী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

 

বিজিবি জানান,পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ মোঃ আক্তারুল ইসলাম (৪০),পিতা আতিয়ার রহমান বাবু, গ্রামঃ পুটখালী উত্তর পাড়া, পোস্টঃ বালুন্ডা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরকে আটক করেন।

 এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্র ও গুলি সহ আসামি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।