বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচনি প্রস্তুতিমুলক আলোচনা সভা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে নির্বাচনি প্রস্তুতিমুলক বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ ভবনের মাঠে এ সভা হয়। সভায় প্রধান অতিথি মাফরুজা সুলতানা বিএনপি কর্মীদের সাথে কুশল বিনিময় ও সার্বিক খোঁজখবর নেন। নির্যাতিত কর্মীদের কথা শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচন আসন্ন। তাই তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার প্রচারণার বিভিন্ন দিকনির্দেশনা দেন। আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ কাজী আজম, সিনিয়র আহবায়ক সরোয়ার আলম খান, যুগ্ন আহবায়ক মোঃ ফিরোজ কাজী, উপজেলা বিএনপি যুগ্নসাধারন সম্পাদক মোঃ নাসিম কাজী,
উপজেলা যুবদলের সভাপতি মোঃ সিহাব উদ্দিন হাওলাদার, শ্রমিকদল সভপতি জামাল পঞ্চায়েত, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তানজিল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আতিকুল ইসলাম রুবেলসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।