ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


দেশে ফিরেছেন ২৪ হাজার ৯০০ হাজি


৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৬

পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে গত ২১ আগস্ট । হজ শেষে ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত ৬৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার ৯০০ জন বাংলাদেশি হাজি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ৩৬টি এবং সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ৩১টি।

জেদ্দায় বাংলাদেশ হজ অফিস সূত্রে জানায়, পবিত্র হজ পালন শেষে গত ২৭ আগস্ট হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় যা শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

সৌদি আরবে এ বছর পবিত্র হজে গিয়ে সোমবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত সর্বমোট ১০৭ জন (পুরুষ ৮৮ জন ও নারী ১৯ জন) বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মৃতদের মধ্যে মক্কায় ৭০ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ জন ও আরাফাতে ১০ জন ইন্তেকাল করেন।

চলতি বছরে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান।

আইএমটি