ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


দেশের জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন ব্যারিস্টার সুমন!


২২ মার্চ ২০২৪ ১৩:৫৮

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বলেছেন, জন্ম-মৃত্যু সব এলাকার মানুষের সঙ্গেই বাধা তার।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন ব্যারিস্টার সুমন। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) তার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। ওই পার্টিতে উপস্থিত হয়েই এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।

এসময় যেকোনো অন্যায়, অবিচার, অসঙ্গতির বিরুদ্ধে তার লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলেও বার্তা দেন এ সাংসদ। ইফতারের আগে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেন সুমন। জানান, এ দফায় তার যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য দেশটির গ্রিনকার্ড ফিরিয়ে দেয়া।

জনপ্রতিনিধিদের অন্য কোনো দেশে ‘সেকেন্ড হোম’ কিংবা ‘সেইফ এক্সিট’ নেয়ার সুযোগ নেই বলেও জানান স্পষ্টবাদী হিসেবে পরিচিত এ নেতা।

এদিন ব্যারিস্টার সুমন দৃঢ়তার সঙ্গে বলেন, অন্যায়-অবিচার কিংবা কোনো অসঙ্গতি দেখলে আগের মতোই প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি। সংসদেও তুলে ধরবেন নিজের অবস্থান।

ওই ইফতার পার্টিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এন মজুমদার, নূরুল আজিমসহ আরও অনেকে।

নতুনসময়/এএম


যুক্তরাষ্ট্র, গ্রিনকার্ড, ব্যারিস্টার সুমন, সংসদ সদস্য, বাংলাদেশ