ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


চলতি মাসেই কমতে পারে জ্বালানি তেলের দাম


৩ মার্চ ২০২৪ ২২:৩৭

সংগৃহীত

সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৩ মার্চ) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ আভাস দেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই তেলের দাম কমতে পারে।

নসরুল হামিদ বলেন, সরকার চায় প্রতি মাসেই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে। দাম সমন্বয়ের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। চলতি মার্চ সে যদি দাম সমন্বয় শুরু করা যায়, তাতে জ্বালানি তেলের দামের ব্যাপারে কিছুটা সাশ্রয় হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি যদি কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, তাহলে এখানেও দাম সমন্বয় হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখানেও কমবে। আবার আন্তর্জাতিক বাজারে বাড়লে এখানেও বাড়ানো হবে।

দেশে ডিজেল ব্যবহার বেশি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য ডিজেলের দাম কমানো।

প্রতিমন্ত্রীর মতে, তদারকি সংস্থাগুলোর উচিত বিষয়গুলো নিয়মের মধ্যে নিয়ে আসা।

নতুনসময়/এএম


জ্বালানি তেল, দাম, কম, আভাস, বিদ্যুৎ, খনিজসম্পদ, নসরুল হামিদ, সচিবালয়