ঢাকা বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


টিসিবির ৩০ টাকার চাল পাবে এক কোটি পরিবার : খাদ্যমন্ত্রী


২৫ জুন ২০২৩ ২০:১০

আগামী জুলাই মাস থেকে প্রায় এক কোটি পরিবার টিসিবির ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি করে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রবিবার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩-এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল আমরা ক্রয় করেছি। ধান সংগ্রহ করেছি ১ লাখ ১৫ হাজার ২৭২ টন। আমাদের সামনে আরো দুই মাস সময় আছে। এ সময়ে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারব।’