ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান জয়


১৪ জানুয়ারী ২০২৩ ০৬:০২

বিয়ে করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়।

শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার আকদ সম্পন্ন হয়।

এসময় তার স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ অনেকে।

আকদ অনুষ্ঠানে ঘিয়া রঙের পাঞ্জাবি, হালকা গোলাপি কটি পরেছিলেন জয়। জানা গেছে তার স্ত্রীর নাম কাকন ভুঁইয়া। তিনি ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

আইকে