ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


সংসদ উপনেতা মতিয়া চৌধুরী


১৩ জানুয়ারী ২০২৩ ১০:১২

সংসদ উপনেতা মনোনীত হলেন মতিয়া চৌধুরী। একাদশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভায় এ মনোনয়ন দেওয়া হয়।

সংসদের বিধান অনুযায়ী, সংসদ নেতা নিজের মতটি স্পিকারকে জানালে সে মোতাবেক ব্যবস্থা নেন স্পিকার। এতে কোনো ভোটাভুটি দরকার হয় না। সংসদীয় দলের সদস্যদের মত নিয়ে সংসদ নেতা যে নামটি প্রস্তাব করেন স্পিকার সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান। এই পদের জন্য কোনো শপথ নেওয়ারও দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।

এছাড়া সংসদীয় আইন অনুযায়ী সংসদ উপনেতা নিয়োগে বাধ্যবাধকতা নেই।

বিএনপি তাদের সময়ে এ পদে কাউকে মনোনীত করেনি। তবে আওয়ামী লীগ বরাবরই তাদের সিনিয়র কোনো নেতাকে দিয়ে এ পদটি অলঙ্কৃত করে আসছে।

উল্লেখ্য,মতিয়া চৌধুরী শেরপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিন মেয়াদে সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আইকে