ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী


১২ জানুয়ারী ২০২৩ ২৩:১৩

একাদশ জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন বেগম মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে দশম জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ার পর তার পদটি শূন্য রয়েছে।

উল্লেখ্য,মতিয়া চৌধুরী শেরপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিন মেয়াদে সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করা হবে, আর এ এ কারণেই তাকে মন্ত্রিসভায় রাখা হয়নি বলেও নিশ্চিত হওয়া গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইকে