ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ইজতেমায় নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপির নির্দেশ


১১ জানুয়ারী ২০২৩ ১১:০৪

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, ইজতেমাস্থলে নিরাপত্তা রক্ষায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম মোতায়েন থাকবে।

এ সময় আইজিপি ইজতেমার আয়োজক উভয় পক্ষকে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা পালনের আহ্বান জানান।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা পরিকল্পনা উপস্থাপন করে।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং তাবলীগের মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্ব হবে।

আইকে