শাহবাগে ফের অবরোধ

সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধের পর এবার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর কারার দাবি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠন।
শনিবার (১৩ অক্টোবর) বিকাল থেকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ফলে শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করে। কিন্তু ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে সেটি বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের দাবিতে আন্দোলন করে আসছে।
এদিকে সরকারি চাকরিতে নিজেদের জন্য ৫ শতাংশ কোটা বহালের দাবিতে আগে থেকেই শাহবাগ মোড়ের অর্ধাংশ অবরুদ্ধ করে রেখেছিল প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এরপর বিকাল নাগাদ সড়কের বাকি অর্ধাংশ অবরোধ করে চাকরিরেত আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩৩ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা।
এসময় তারা বলেন, বিশ্বের ১৬২টি দেশে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ এর বেশি। কিন্তু বাংলাদেশে বয়সসীমা নির্দিষ্ট থাকায় অনেক শিক্ষার্থী চাকরি বঞ্চিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না বলেও ঘোষণা দেন আন্দোলনকারীদের নেতৃবৃন্দ।
এসএ