ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ সদস্য আটক 


৩০ এপ্রিল ২০২৫ ১৮:২৯

সংগৃহীত

আশুলিয়ায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- আশুলিয়ার ভাদাইল এলাকার ইয়াসিন আলীর ছেলে ইব্রাহিম (১৮), একই এলাকার সেলিম খানের ছেলে নাজমুল খান (১৮), শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন রনি (১৮), সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮) ও আলী হোসেনের ছেলে ইব্রাহিম (১৮)। এছাড়া পবনারটেক এলাকার মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

 

ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু বলেন, গত ২৬ এপ্রিল সকাল ১১টার দিকে সাভার পৌর ছাত্র লীগের সভাপতি আতিকের ইন্দনে পবনারটেক এলাকার আলীমের ছেলে শীমুলের নেতৃত্বে জামগড়া এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন, পরে সেখানে থাকা একজনকে চিনতে পেরে তাকে গতকাল ২৯ এপ্রিল সন্ধ্যায় আমরা কয়েকজন মিলে আটক করে আশুলিয়া থানায় ফোন দিলে এসআই মনিরুল এসে ভিডিও ফুটেজ দেখে অভিযান চালিয়ে বাকিদের শনাক্ত করেন এবং ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান।

 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, আশুলিয়ায় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন একটি ঝটিকা মিছিল করেছিল। পরে তাদের চিহ্নিত করে রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।