ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


চালক জবাই করে অটোরিকশা ছিনতাই


১৩ অক্টোবর ২০১৮ ০৮:৫৭

প্রতীকী ছবি

নারায়গঞ্জের রূপগঞ্জে শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বাইপাস সড়কের পাশে পূর্বাচল উপশহরের ৬নং সেক্টরের মাঝিপাড়া এলাকা থেকে অটোরিকশা চালক, সাগরকে জবাই করে তার ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা গ্রামের সাহিজউদ্দিনের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে দাউদপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে পূর্বাচল ৬নং সেক্টরের মাঝিপাড়া এলাকার একটি কলাবাগানে যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সাগরকে গলা কেটে জবাই করা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

তার অটোরিকশাটি ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় হত্যাকারীরা তাকে খুন করে লাশ গুমের উদ্যেশ্যে মাঝিপাড়া কলাবাগানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত সাগর ভাড়া করা অটোরিকশা চালিয়ে বাক প্রতিবন্ধী পিতা ও ছোট ভাই শাকিবের ভরণ পোষণ চালাতো বলে জানা গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এমএ