ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


যুব মহাসমাবেশের উদ্বোধন করলেন শেখ হাসিনা


১২ নভেম্বর ২০২২ ০৩:০৯

যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (শুক্রবার) দুপুর পৌনে ৩টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়।

এ সময় প্রধানমন্ত্রীকে পেইন্টিং উপহার দেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। তারপর যুবলীগের উত্তরীয় পরিয়ে দেন যুবলীগের মহিলা নেত্রীরা।

পরে সুবর্ণ জয়ন্তী লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর যুবলীগের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

এদিকে সমাবেশকে ঘিরে সকাল থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মীদের উ পস্থিতি।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা সমাবেশে আসছেন। তাদের স্লোগানে মুখরিত উদ্যানসহ আশেপাশের এলাকা। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ।