ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


‘যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতব’: প্রধানমন্ত্রী


৯ নভেম্বর ২০২২ ২৩:৪৩

‘যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতব’ এমন মনোভাব নিয়েই মাঠে নামতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ছেলেরা যা পারেনি, নারীরা তাই করে দেখিয়েছে। ছেলেরা শুনলে একটু রাগ করবে। তবে এটাই বাস্তবতা। এত রাগ করার কিছুই নেয়।

বুধবার (৯ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে জাতীয় মহিলা দলের ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি প্রত্যেক খেলায়াড়দের হাতে পাঁচ লাখ ও কর্মকর্তাদের হাতে দুই লাখ টাকা সম্মাননার চেক তুলে দেন শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর কাছে ট্রফি তুলে দেন অপরাজিত চ্যাম্পিয়নরা।

তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যত খেলাধুলা ও সাহিত্য চর্চা করবে তাদের মধ্যে তত দেশপ্রেম গড়ে উঠবে। ’ এ সময় গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনে যথেষ্ট অর্জন আছে বলে জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।