ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


বুধবার সাবিনাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী


৯ নভেম্বর ২০২২ ০৯:২৭

নেপালের মাটিতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে আগামীকাল বুধবার ( ৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তারা আর্থিক সম্মাননাও পাবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ খবর জানা গেছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমাণ্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরপর ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাবিনা-সানজিদারা। তাদের ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছা পূরণ করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়।

তখন রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে থাকায় সাবিনাদের সংবর্ধনা দিতে পারেননি প্রধানমন্ত্রী।