ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


এইচএসসি পরীক্ষার বির্তকিত প্রশ্ন প্রণয়নকারীসহ পাঁচ শিক্ষক চিহ্নিত


৯ নভেম্বর ২০২২ ০৪:৪২

চলমান এইচএসসি পরীক্ষার বির্তকিত প্রশ্ন প্রণয়নকারীসহ পাঁচ শিক্ষককে চিহ্নিত করেছে ঢাকা শিক্ষাবোর্ড।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্যাডে এই তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ড জানায়, এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন প্রণয়নকারী ও চার যাচাইকারীকে (মডারেটর) চিহ্নিত করা হয়েছে। তাঁরা যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন জেলার কলেজের শিক্ষক।

প্রশ্নপত্রটি তৈরি করেছেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল। যাচাইকারীরা (মডারেটর) হলেন সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন, সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের বক্তব্যসহ সকল নথিপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। ’