ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলার আবেদন খারিজ


৮ নভেম্বর ২০২২ ২৩:০০

রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৬ জনের বিরুদ্ধে বিএনপি নেতা তাবিথ আউয়ালের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান আজ মঙ্গলবার এ আদেশ দেন।

বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় আহত হয়েছিলেন তাবিথ। এ ঘটনায় গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা নেওয়ার আবেদন করেন তিনি।

বনানী থানার ওসি নূরে আজম মিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা নেওয়ার জন্য আবেদনটি করেন তাবিথ।

মামলায় অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা হলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, বনানী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন। এ ছাড়া অন্যরা হলেন মফিজুর রহমান, নাছির, মোহাম্মদ বাবু, শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, ফারুক ও শফিক।