ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার অভিযোগে জিয়াউর রহমানের বিচার দাবি


৮ নভেম্বর ২০২২ ০৩:০৩

১৯৭৫ সালের ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যাকাণ্ডের জন্য জেনারেল জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি করেছেন হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবারবর্গ।

সোমবার (৭ নভেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের প্রতিবাদ সভায় এই দাবি জানান তারা।

সভায় বক্তব্য রাখেন মেজর জেনারেল খালেদ মোশাররফের কন্যা মাহজাবিন খালেদ। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও এই বিচার না হওয়া হতাশাজনক।

এছাড়াও যারা মুক্তিযদ্ধোদের হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশে হবে বলে এ সময় মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রতিবাদ সভায় এ সময় সংসদ ভবন থেকে জিয়াউর রহমানের কবরের স্থাপনা সরিয়ে দেয়ার দাবি জানান সার্জেন্ট দেলোয়ার হোসেনের ছেলে কামরুজ্জামান মিঞা লেলিন ও কর্নেল খন্দকার নাজমুল হুদার কন্যা নাহিদ ইজাহার খান।

ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে এই সকল হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের দাবি করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।