ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


কর্মকর্তাদের মাঝে দেশপ্রেম নাই বলেই শাস্তি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী


৫ নভেম্বর ২০২২ ০৭:০৬

সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো ও বরখাস্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দক্ষতা ও দেশপ্রেম যাদের আছে তাদের পদোন্নতি দেয়া হয়। যাদের নেই শাস্তি বা বরখাস্ত করা হয়। এটাই সরকারি নিয়ম।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দি ক্রিশ্চিয়ান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দক্ষতা ও দেশপ্রেম যাদের আছে তাদেরকে সবসময়ই অগ্রাধিকার ও পদোন্নতি দেয়া হয়। তাদেরকে সবাই ভালোবাসে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিনিষপত্রের দাম বাড়ার যৌক্তিক কারণ আছে। পার্শবর্তী দেশেও দ্রব্যমূল্য বেড়েছে। যুদ্ধের কারণ সারাবিশ্বে এমন অবস্থা। একটা দল না বুঝেই হৈচৈ করছে।