ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


জলবায়ুর ন্যায়বিচার পেতে তরুণদের নেতৃত্ব দিতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী


৫ নভেম্বর ২০২২ ০১:২৯

জলবায়ুর নেতিবাচক প্রভাবে ঝুঁকি কমাতে ও ন্যায়বিচার নিশ্চিত করতে দেশে তরুণদের যথাযথ নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত ঢাকা ক্লাইমেট টক ২০২২অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু কর্মকৌশল প্রণয়নে বাংলাদেশি যুব ও তরুণদের প্রধান ভূমিকা রাখতে হবে। টেকসই প্রকৃতি-ভিত্তিক জলবায়ু সংকটের সমাধানের জন্য সবুজ উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের পরিবেশ ও জনগোষ্ঠীর জীবনমানের ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দিতে পারে তরুণরাই।