ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


‘সংসদ নির্বাচনে সব আসনে সিসি ক্যামেরা বসানো সম্ভব নয়’


৩ নভেম্বর ২০২২ ০২:৫৯

বিভিন্ন সীমাবদ্ধতার কারণে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে সিসি ক্যামেরা লাগানো সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আহসান হাবীব খান।

তিনি বলেন, ইচ্ছা থাকলেও সংসদ নির্বাচনে সব জায়গায় সিসি ক্যামেরা বসানো সম্ভব নয়। সময় বলে দেবে কত জায়গায় ব্যবহার করতে পারি।

এদিকে, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের মাধ্যমে আগারগাঁও নির্বাচন কমিশনে মনিটরিং করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।

চার পৌরসভার ৩৬টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ৬২টি। ভোটকক্ষ রয়েছে ৩৮৩টি। ৫০৫টি সিসিটিভি বসানো হয়েছে।

নির্বাচনে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন সিইসি।