ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


সংসদে গ্যাস মজুতের পরিমাণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী


২ নভেম্বর ২০২২ ০৮:৫৭

দেশে যে হারে গ্যাস উত্তোলন করা হচ্ছে, তা প্রায় ১১ বছর ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বর্তমানে দৈনিক গড়ে ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে জ্বালানি প্রতিমন্ত্রী এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, গত ১ জুলাইয়ের প্রাক্কলন অনুযায়ী দেশে উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য গ্যাস মজুতের পরিমাণ ২৮ দশমিক ৫৯ ট্রিলিয়ন ঘনফুট। উত্তোলনের শুরু থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১৯ দশমিক ৫৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট মজুত আছে ৯ দশমিক ছয় ট্রিলিয়ন ঘনফুট। দৈনিক উত্তোলনের গড় হিসেবে অবশিষ্ট গ্যাস ১০ দশমিক ৮ বছর ব্যবহার করা সম্ভব হবে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাহকদের চাহিদা দৈনিক গড়ে ৩ হাজার ৭০০ ঘনফুট। অবকাঠামোগত সক্ষমতা আমাদের থাকলেও বৈশ্বিক সংকটে দৈনিক কমবেশি ৪০০ মিলিয়ন ঘনফুট সমপরিমাণ এলএনজি সরবরাহ করা হচ্ছে। দৈনিক ঘাটতি গড়ে প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।