ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজধানীতে র‍্যালি; মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান


১ নভেম্বর ২০২২ ২৩:২৪

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস।

আর এই উপলক্ষ্যে রাজধানীতে র‍্যালি করেছে যুব উন্নয়ন অধিদফতর।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল রোলার স্কেটিং ক্লাবের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, সোনার বাংলাদেশ গড়তে যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। কিন্তু মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের যুবকদের ধ্বংস করে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না বলেও জানান তিনি।

এ সময় তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে এসে শেষ হয়।