ঢাকা শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২


খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই


৩১ অক্টোবর ২০২২ ২১:৫১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ (৭৬) মারা গেছেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাবিহ উদ্দিন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সাবিহ উদ্দিনের জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে তা জানানো হবে।

সাবিহ উদ্দিন এক সময় খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বও পালন করেছেন।