ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


বড়শিতে বড় চিতল ধরলেন প্রধানমন্ত্রী


২৯ অক্টোবর ২০২২ ২১:০৯

ছুটির দিন মাছ ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এবার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবনের লেকে মাছ শিকার করেছেন তিনি। সে সময় তার বড়শিতে একটি চিতল মাছ ধরা পড়ে। মাছটি নিয়ে দুই বোনকে উচ্ছ্বাস করতে দেখা যায়।

শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজে মাছ শিকারে একাধিক ছবি শেয়ার করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বড়শি ও বড় চিতল মাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ফেসবুক আইডিতে শেয়ার দেন এ ছবি।

ছবি তিনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তোলা। দলের ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’