ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তদন্ত প্রতিবেদন ইসিতে


২৮ অক্টোবর ২০২২ ২২:৫৬

বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ঘটনা তদন্ত করে নির্বাচন কমিশনে (ইসি) প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান ও ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি।

তিন সদস্যর তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন ইসির যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হওয়া গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট গ্রহণ বন্ধ করে দেন নির্বাচন কমিশন। সিসিটিভি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে ৫১টি ভোটকেন্দ্রে ভোট বন্ধ ঘোষণা করেন ইসি। পরে ওই উপ-নির্বাচনের ভোট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।