ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


সিত্রাং-এ মৃত্যু, মির্জা ফখরুলের শোক


২৬ অক্টোবর ২০২২ ২২:১৪

ঘূর্ণিঝড় সিত্রাং-এর তীব্র আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে উপকূলীয় ১৬ জেলায় ৩৫ জনের মৃত্যু এবং অনেক মানুষ আহত হওয়াসহ মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ধ্বংস হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫অক্টোবর) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি বলেন, উপকূলীয় এলাকা সমূহে প্রবল ঘূর্ণিঝড় সিত্রাং-এর আঘাতে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হয়েছে, শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন। সিত্রাং-এর মতো প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহের জনগণের প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি।

এছাড়াও নিজ নিজ সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মহাসচিব।