ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন


২৬ অক্টোবর ২০২২ ০৯:৪৯

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন তরুণ ব্রিটিশকে শীর্ষ নেতৃত্বে দেখা আমাকে আনন্দিত করে। আমি প্রত্যাশা করি, আপনার দূরদর্শী নেতৃত্বে ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি ছড়িয়ে দেবেন।

এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং যুক্তরাজ্যের জনগণের জন্য শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।