ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়, প্রতিমন্ত্রীকে যা বললেন প্রধানমন্ত্রী


২৬ অক্টোবর ২০২২ ০২:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন কল করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (সোমবার) রাত ১টা ১০ মিনিটে আমাকে ফোন কল করে সিত্রাং ঘূর্ণিঝড়টি ভালোভাবে মোকাবিলা করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ডিসেম্বর মাসে আরেকটা (ঘূর্ণিঝড়) আসবে, সেটির ব্যাপারে একইরকম সাবধানতা অবলম্বন করতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারাদেশে ৪১৯টি ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট ৯ জন।

এদিকে, সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।