ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


ঘূর্ণিঝড় সিত্রাং: সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী


২৫ অক্টোবর ২০২২ ০৪:১১

বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সার্বক্ষণিক তদারকি করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে ৷