ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


তৌফিক-ই-ইলাহী চৌধুরী যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত কথা: তথ্যমন্ত্রী


২৫ অক্টোবর ২০২২ ০১:৩৯

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত কথা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকার লোডশেডিং নিয়ে এ রকম কোনো সিদ্ধান্ত নেয়নি।

প্রসঙ্গত, গতকাল রোববার তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছিলেন, প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেওয়া হবে।

তাছাড়া তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কবে শেষ হবে তা ধারণা পাওয়া গেলে সিদ্ধান্ত নেয়া যেতো। এখন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই।