বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কল্যাণের, এই বৃষ্টি মঙ্গলের। বাংলাদেশে সোনালী ধানে ভরে যাবে। বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না।
তিনি বলেন, পৃথিবীর অন্য দেশে দুর্ভিক্ষ হতে পারে, তবে বড় কোনো দুর্যোগ আসলে বাংলাদেশে কোন খাদ্য সংকটে পরবে না।
সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, এ বি এম রিয়াজুল কবির কাওছার।