ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


প্রয়োজনে দিনে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে: জ্বালানি উপদেষ্টা


২৪ অক্টোবর ২০২২ ০৯:২৬

প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়ার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রোববার (২৩ অক্টোবর) শিল্পে জ্বালানি সংকট সমাধান শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, জ্বালানির রিজার্ভের যে অবস্থা, সামনে কী হবে বলা যাচ্ছে না। তবে, এলএনজি এখন আমদানি করা হবে না বলে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কবে শেষ হবে তা ধারণা পাওয়া গেলে সিদ্ধান্ত নেয়া যেতো। এখন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই।

তিনি আরও বলেন, ভোলা থেকে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজি রুপান্তর করে দু-তিন মাসে সেটা জাতীয় গ্রিডে আনার চেষ্টা করা হবে। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে এক হাজার মেগাওয়াটের বেশি কয়লাভিত্তিক বিদ্যুৎ পাওয়া যাবে।