ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


টাকা সঠিকভাবে ব্যবহার করলে সামর্থ্য অনুযায়ী বরাদ্দ দেয়া হবে: তাজুল ইসলাম


২৩ অক্টোবর ২০২২ ০৯:০২

সরকারি টাকা সঠিক কাজে ব্যবহার করলে সরকারের সামর্থ্য অনুযায়ী বরাদ্দ দেয়া হবে। এজন্য দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটে কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলরদের সিটি করপোরেশন সম্পর্কে মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলরদের উদ্দেশে তিনি এসব কথা জানান।

তাজুল ইসলাম বলেন, পরিকল্পনা ছাড়া কোনো কাজ করা যাবে না। কাউন্সিলর ও মেয়রদের অনেক দায়িত্ব। কেউ যদি অবৈধ কার্যকলাপ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বেশ কয়েকজন মেয়রকে বহিষ্কার করা হয়েছে। কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় মেয়র ও কাউন্সিলরদের সিটি করপোরেশনের বইগুলো পড়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।