ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানি আগের চেয়ে কমেছে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানি আগের চেয়ে কমেছে- বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ আইনের অপব্যবহার নিয়ে সরকার সতর্ক আছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এডিটরস গিল্ড আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আইনটি সংশোধন না করে বিধি দিয়ে ব্যবস্থা নেয়া যায়। প্রয়োজনে সংশোধনও করা যায়, তবে এতে সময় বেশি লাগবে।
মন্ত্রী আরও বলেন, এ আইনে মামলা দায়েরের সাথে সাথে সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না। কোনো অভিযোগ আসলে তা সেলের মাধ্যমে যাচাই করে, অপরাধ কি না- তা বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে।