ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী


২২ অক্টোবর ২০২২ ০০:৩৩

ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈশ্বিক মন্দার কারণে দেশের মানুষের কষ্ট বেড়েছে স্বীকার করে টিপু মুনশি বলেন, বৈশ্বিক মন্দা মোকাবিলায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন সরকারি খরচ কমিয়ে আনাসহ খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি বলেও জানান বাণিজ্যমন্ত্রী।