ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


প্রধানমন্ত্রীর মহানুভবতায় খালেদা জিয়া মুক্ত: আইনমন্ত্রী


২১ অক্টোবর ২০২২ ০৪:৫৫

বিএনপি চেয়ারপারসনের বিচারকার্য নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় কোভিড সিচুয়েশন ও খালেদা জিয়ার অসুস্থতার কারণে দুটো শর্ত দিয়ে তার সাজা স্থগিত করা হয়েছে। তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি এখন মুক্ত। ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় এটি করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) কর্ম পরিবেশ, শ্রমিক আইন বাস্তবায়ন ও মালিক-শ্রমিক সম্পর্ক প্রত্যক্ষ করতে এসে বেপজার সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আইনের ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও তার সাজা স্থগিত করা হয়েছে। তিনি চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেক ছয় মাস অন্তর আমরা এটা বৃদ্ধি করছি তার অবস্থা বিবেচনা করে।