ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু


২ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৩

ঢাকার সাভারে রাজাশনের ঘাসমহল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম চয়ন। সে রাজাশন আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, রোববার সকালে চয়ন বন্ধুদের সঙ্গে ঘাসমহলের একটি বিলে নৌকা ভ্রমণে যায়। ওই বিলের ওপর দিয়ে বিদ্যুতের লাইন বয়ে যায়। তাদের নৌকার বৈঠা ওই বিদ্যুতের লাইনে লাগলে চয়ন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

একেএ