ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


৩ বছরেও সংস্কার নেই সড়কের, ভোগান্তিতে পল্লবীবাসী


৩১ আগস্ট ২০১৮ ০১:৩৯

ডিএনসিসি নির্বাচনের ৩ বছর শেষ হলেও সংস্কার হয়নি রাজধানীর পল্লবীর ১১ নং মার্কেট সংলগ্ন সড়কের। পল্লবীর অন্যতম ব্যস্ত সড়ক এখন প্রায় অচল অবস্থায় পড়ে আছে। পল্লবীর এ রাস্তাটি ১১ নং বাস স্ট্যান্ড থেকে শুরু করে কালশী রোড হয়ে মিরপুর ডিওএইএইচএস এ গিয়ে মিলেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে এ রাস্তায় গাড়ি চলাচল অনেকটা অনিরাপদ। বড় গর্তে ভরা পল্লবীর এ গুরুত্বপূর্ণ সড়কে রিক্সা, মোটার সাইকেল নিয়ে পড়ে যাওয়া নিত্যদিনের ঘটনা। স্থানীয়দের অভিযোগ মেগা প্রজেক্ট নামে টেন্ডার দেয়া হলেও তা বাস্তবায়ন দুই বছরেও। এ মেগা প্রজেক্টের টেন্ডার পেয়েছেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাউফ নান্নুর ভাই এসএম মান্নান কচি।

এ বিষয়ে পথচারী কামরান হায়দার নতুনসময়কে জানান, এ রাস্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর ৩ ও ৫ নং ওয়ার্ডের মাঝামাঝি পড়েছে। নির্বাচনের সময় সকল কাউন্সিলর প্রার্থী এ রাস্তা উন্নয়নের প্রতিজ্ঞা করলেও এখন কোনো কাজ করছেন না। সকল কাউন্সিলর নিজের বাসার সামনে উন্নয়নের ধুম লাগিয়েছেন। কিন্তু পল্লবীর সবচেয়ে চলাচল সড়ক যে বেহাল দশায় পড়ে আছে,তা নিয়ে কারো মাথা ব্যাথা নেই।

এ বিষয়ে ঢাকা উত্তরের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাউফ নান্নু বলেন, আমার এলাকায় সিটি কর্পোরেশন প্রত্যেকটি রাস্তার উন্নয়ন করেছে। এভিনিউ ৩ এর রোডে উন্নয়নের কাজ চলছে । সেখানকার কাজ শেষ হলে এই মার্কেট