ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে


২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক সম্মেলনের যোগদান পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক)-এর চতুর্থ সম্মেলনে যোগদান করতে নেপালে যান প্রধানমন্ত্রী । এবং শুক্রবার বিকেলে তিনি দেশে ফিরে আসেন।

এবারের সংবাদ সম্মেলন ঘিরে বেশ উদ্দীপনা রয়েছে দেশবাসির মাধ্যে কারণ কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনকালীন সরকার, রাজপথের প্রধান বিরোধী দলের অবস্থান সর্ম্পকে আগ্রহ রয়েছে দেশের মানুষের।

দেশের রাজনীতিতে আগামী কয়েকটি মাস অত্যন্ত গুরুত্ব হিসেবে দেখছেন রাজনীতির বিশ্লেষকরা। স্বাভাবিকভাবেই এবারের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনও বিশেষ গুরুত্ব বহন করছে।