ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৪

যুক্তরাষ্ট্রের নিউপোর্টে অনুষ্ঠিত ‘২৩তম আন্তর্জাতিক সী-পাওয়ার সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিক ভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

নৌপ্রধান গত ১৯ হতে ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউপোর্টে অবস্থিত নেভাল ওয়্যার কলেজে আয়োজিত সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামে বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, শ্রীলংকা, সিংগাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌপ্রধানগণ, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। নৌপ্রধান সিম্পোজিয়ামে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও সমুদ্র বিশেষজ্ঞদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় তিনি সিম্পোজিয়ামে মেরিটাইম চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্দ্যোগে সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতা দমন, উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা, সমুদ্রপথে অস্ত্র-মাদক ও মানব পাচার রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, এর আগে সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে নৌপ্রধান গত ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন।

এসএ