ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


সালাহউদ্দিনের ভাগ্যে কি আছে আজ


২৮ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৪

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের রায় ঘোষণা হতে পারে। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় শিলংয়ের আদালতে আজ এ রায় হওয়ার কথা রয়েছে। বিচারিক হাকিম ডিজি খার সিংয়ের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে এক দফা রায়ের তারিখ পেছানো হয়েছিল।

উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৫ জুন আদালত ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষণা করেন। পরে রায়ের তারিখ পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ধার্য করা হয়। ১৯৪৬ সালের ১৪ ধারা অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশ আইনে শিলং পুলিশের করা মামলায় ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আকস্মিক শিলংয়ে আসেন। বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তিনি ভারতে এসেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ মামলায় সালাহউদ্দিন আহমেদের বক্তব্য রেকর্ড করেন আদালত। এ ছাড়া তিনি শিলংয়ে যে হাসপাতালে চিকিৎসা নেন, সেই হাসপাতালের দুই চিকিৎসকসহ আরও ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের সাজা হতে পারে বিএনপির এ নেতার। আদালতের সরকারি কৌঁসুলি আইসি ঝাঁ জানান, সালাহউদ্দিন আহমেদের অবৈধভাবে ভারতে প্রবেশের সব তথ্যপ্রমাণ আদালতের কাছে হাজির করা হয়েছে।

তিনি মনে করেন, সালাহউদ্দিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তারা তা প্রমাণ করতে পেরেছেন। তাই সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা।

অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের আইনজীবী এসপি মোহন্ত বলেন, সালাহউদ্দিন আহমেদ কীভাবে ভারতে এসেছেন তা আদালতে উপস্থাপন করা হয়েছে। কে বা কারা তাকে বাংলাদেশ থেকে তুলে নিয়েছিল, এমন খবর বাংলাদেশের সংবাদপত্র ও গনমাধ্যমে রয়েছে। তাই এ মামলায় সালাহউদ্দিন আহমেদ খালাস পাবেন বলে তিনি মনে করেন।

এদিকে শিলংয়ে অবস্থান করা সালাহউদ্দিনের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শিলং সময় সকাল ১০টায় রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা আদালতে হাজির হবেন।

আইএমটি