ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


আজ শুরু হচ্ছে ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮


২৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৬

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সার্বিক সহযোগিতায়, ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮ আয়োজন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, এ.কে.এম শাহজাহান কামাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে উদ্ভোধন করবেন বলে জানানো হয়।

এবারের মেলায় ১২০টি স্টলে অংশগ্রহণ করবে বাংলাদেশ সহ ভারত, নেপাল, চায়না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন সংস্থা। আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্কসহ বিনোদনের আরো অনেক প্রতিষ্ঠান।

মেলায় বৈচিত্র্যময় আয়োজন রাখা হয়েছে যা বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এর আয়োজনে পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের জন্য “নদীমাতৃক বাংলাদেশ” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা। টেকসই পর্যটন বিষয়ে আলোচনার পাশাপাশি থাকবে বিজনেস টু বিজনেস মিটিং। মেলায় আজ ও আগামীকাল বিকেলে রয়েছে বাংলাদেশ, ফিলিপাইন্স ও ইন্দোনেশিয়ার পর্যটন বিষয়ক প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পুর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হবে বলে জানানো হয়।

আরো জানানো হয়, ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮ বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয়ের আলোকে পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে মেলায় প্রবেশের ফ্রি এন্ট্রি টিকেট প্রদান, অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ, মেলায় অনলাইনে ভ্রমণ প্যাকেজ ও টিকিট বুকিং এর ব্যবস্থা রয়েছে।

অনলাইনে রেজিষ্ট্রেশন করলেই মেলার ক্রুজ পার্টনার, ঢাকা ডিনার ক্রুজের সৌজন্যে ই-মেইলে পাওয়া যাবে মেলায় প্রবেশের ফ্রি টিকেট। মেলার প্রবেশ কূপণের বিপরীতে বিজয়ীদের জন্য থাকবে র‌্যাফেল ড্র-এ আকর্ষণীয় গিফ্ট ভাউচার। রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

ঢাকায় ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয়ে এ মেলা চলবে (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবং মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড থেকে মেলার ভেন্যু পর্যন্ত ফ্রি শার্টেল বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে। যাহা প্রতিদিন সকাল ১১টা - বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা - ৮টা পর্যন্ত প্রতি ঘণ্টায় নিয়মিত যাতায়াত করবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ফারুক খান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, ঢাকাস্থ ফিলিপিন্স রাষ্ট্রদূত ভিসিনেট ভিভিনসিও টি বান্ডিলো ও ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত মিসেস রিনা পি, সওইমারনো সহ পর্যটন শিল্পের নেতৃবৃন্দ।