ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


২০ দলীয় জোটের বৈঠক শুরু


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২০

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য, আন্দোলন কর্মসূচি ও বিএনপির ডাকা শনিবারের জনসভা নিয়ে আলোচনা করতে ২০ দলীয় জোটের বৈঠক শুরু হয়েছে। 
 
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপত্বি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
 
এতে ২০ দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত আছেন।
 
জামায়াতকে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য নেতাদের নানা বক্তব্যের মধ্যেও ২০ দলের বৈঠকে উপস্থিত হয়েছেন জামায়াত নেতা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলনা আব্দুল হালিম।
 
জোটের অন্য নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব.মুহাম্মদ ইবরাহিব এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজারুল ইসলাম, জমিয়তে ওলামা ইসলামের একাংশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী,  অপর অংশের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) মহাসচিব মঞ্জুর হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।
 
একেএ