ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহন চূর্ণ, নিহত ২


২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৪

চট্টগ্রামের মীরসরাইয়ে রেলগেইটের সামনে দাঁড়িয়ে থাকা এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে আচমকা ধাক্কা দেয় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন। এতে দুজন নিহত হন, আহত হয়েছেন আরও ১৫ বাসযাত্রী।   
 
রোববার (২ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে মীরসরাইয়ের বারৈয়ারহাট রেলক্রসিং গেইটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
সকালে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বারৈয়ারহাট রেলক্রসিং গেইটে এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন, আহত হন ১৫ জন। 
 
তিনি আরও বলেন, ওই রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান ছিল না। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল।
 
আরআইএস