‘দূষণমুক্ত নগর গড়ার অঙ্গিকার’

রাজধানীবাসিকে আগামী ২ বছরের মধ্যে নিরাপদ সড়ক, যানজট ও দূষণমুক্ত নগর উপহার দেওয়াই অঙ্গিকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেমিনার কক্ষে আয়োজিত বাস রুট রেশনালাইজেশন ও কোম্পনির মধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের সংক্রান্ত কমিটির ১ম সভায় মেয়র এ মন্তব্য করেন।
মেয়র বলেছেন, আশা করি আগামী ২ বছরের মধ্যে আমরা নিরাপদ সড়ক, যানজট ও দূষণমুক্ত শহর রাজধানীবাসীকে উপহার দিতে পারবো ।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফিরে যে দিক নির্দেশনা দিবে আমরা সে ভাবে কাজ করে যাবো।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, গণপরিবহণ বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন,বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি সাইদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহম্মাদ বিল্লাল প্রমুখ।
এসএমএন